বিশেষ সংবাদ:
১৫ বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নির্মম হত্যার শিকার শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে স্মরণ করেছেন স্বজন-সহকর্মীরা। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিএনপি র পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন শহীদ পরিবারের অনেকেই। ১৫ বছরে চূড়ান্ত বিচার না হওয়ায় হতাশা ও আক্ষেপ জানান তারা।
ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ১৫ বছর আগে বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় ৫৭ সেনা সদস্যসহ ৭৪ জনকে। শোক ও কষ্ট বুকে চেপে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে অশ্র“শিক্ত শহীদ সেনা সদস্যদের স্বজনরা।
পরে, তিন বাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তিকামনা করে দোয়া করা হয়।
প্রিয় স্বজনের কবর জিয়ারত করতে আসেন পরিবারের সদস্যরা। চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদ স্বজনদের।
এই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় আক্ষেপ ও হতাশা প্রকাশ করেন স্বজনরা। এছাড়া দিনটিকে জাতীয় শোক দিবসের দাবি জানান কোন কোন স্বজন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দুটি মামলার বিচার চলছে। দ্রতই বিচার শেষ করতে চায় সরকার।
এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির প্রসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল ফারুক খান।
Leave a Reply