সরেজমিন প্রতিবেদন:
ঘোষনা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর আগে বিলুপ্ত ঘোষনা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। আজ ১ মার্চ ২০২৪ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস নোটের এর মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি যার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তাদের এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । নতুন এ কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব কে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে । কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া কে সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মোহা: জাহাঙ্গির আলমকে দপ্তর সম্পাদক এবং শরীফ প্রধান শুভকে প্রচার সম্পাদক ঘোষনা করা হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এর বর্তমান কমিটি যার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম এজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম । তাদের এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে । নতুন এ কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে । কমিটির অনান্যদের মধ্যে রয়েছেন মাসুম বিল্লাহ কে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান অনিককে সহ-সভাপতি ,নাছির উদ্দিন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ইমনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটি ঘোষনার খবর প্রচারিত হওয়ার পর থেকে ঢাকায় অবস্থানরত ছাত্র দলের নেতা ও কর্মীরা মিছিল সহকারে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে আসতে শুরু করে । এ সময় নতুন কমিটিকি স্বাগত জানিয়ে তারা স্লোগান দিতে থাকে । নেতা ও কর্মীদের স্লোগানে এ সময় চারপাশ মুখোরিত হয়ে উঠে ।
Leave a Reply