বিশেষ সংবাদ:
শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে বহিষ্কার করা হয়।
বুধবার (৬ মার্চ) দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রদের যে দাবি ছিলো তা পূরণ হয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে। এই মেডিক্যাল কলেজে সে আর ফিরে আসবে না। আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত কালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব দুর-রে শাহওয়াজ।
Leave a Reply