বিশেষ সংবাদ:
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫৪ কোটি টাকা জমা দিয়ে দেশত্যাগের আবেদন ড. ইউনূসের
শোয়াইব হোসেন মুন্সি বলেন, ‘দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোরেজ রুমে আগুনের সূত্রপাত হয়। ওই ঘরগুলোতে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ও ফোম ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তদন্ত করে জানা যায় সিগারেটের আগুনে কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
Leave a Reply