বিশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র ৩০ কোটি ডলারের নতুন একটি সামরিক সাহায্য প্যাকেজ ইউক্রেনকে দেবে বলে এক ঘোষণায় জানানো হয়েছে। ডিসেম্বরের পর এই প্রথম এরকম এক ঘোষণা আসলো। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অস্ত্র কেনার ব্যয়ে সাশ্রয়ের মাধ্যমে এই ‘এড হক’ প্যাকেজ সম্ভব হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান মঙ্গলবার ওয়াইট হাউসে এই প্যাকেজ ঘোষণা করে বলেন, প্যাকেজে আর্টিলারি আর হিমারস রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ থাকবে, যা ইউক্রেনের ফ্রন্ট লাইনে খুব জরুরি প্রয়োজন।
ওয়াইট হাউসে ঘোষণার আগে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সংবাদদাতাদের বলেন, “কয়েক মাস ধরে, কয়েকটি ক্রয় চুক্তি” নিয়ে দরকষাকষি করে সেনাবাহিনী বাজেটে বরাদ্দ দামের চেয়ে “আরও কম দামে বেশ কিছু জিনিস” কিনতে পেরেছে, যার ফলে সাশ্রয় হয়েছে।
“এটা বেশ ‘এড হক’ বা এককালীন ব্যাপার। আমরা জানি না ভবিষ্যতে কখন বা আদৌ আর কোন সাশ্রয় হবে কি না। এবং আমরা নিশ্চয় এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে পারবো না,” প্রতিরক্ষা কর্মকর্তাদের একজন বলেন।
একটি উদাহরণ অনুযায়ী, ২৫মিমি কামানের গোলার দাম প্রাথমিকভাবে ১৩০ ডলার ধরা হয়েছিল। কিন্তু দরকষাকষি করে সেটা কমিয়ে ৯৩ ডলার করা সম্ভব হয়।
বেঁচে যাওয়া অর্থ তখন ইউক্রেনের জন্য আমেরিকান সাহায্যের তহবিলে রাখা হয়। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়া আগেও কয়েকবার হয়েছে কিন্তু তখন তহবিলে টাকা ছিল, তাই সেটা খবর করার মত কিছু ছিল না।
সূত্র- ভয়েস অফ এমেরিকা
Leave a Reply