বিশেষ সংবাদ:
দলের নাজুক অবস্থা ও সরকারের দমন-পীড়নের মধ্যেই আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বিএনপি নেতারা। এমনই পরিস্থিতিতে এক ধাপ এগিয়ে গিয়ে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দাবি করে বসলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে।’
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি হতাশাগ্রস্ত দল নয় মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত নির্বাচন হলে, বিএনপি ক্ষমতায় থাকতো। জনগণ ভোটকেন্দ্র গেলে আওয়ামী লীগ নেতাদের কথা বলার জায়গা থাকতো না। বিএনপির ওপর যে পরিমাণ নিপীড়ন হয়েছে, তা আর কোনো দলের ওপর হয়নি।’
তিনি আরও বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়। যারা স্বাধীনতার কথা চিন্তাই করনি, তারাই এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ধারক-বাহক।’
I am sure this piece of writing has touched all the internet users, its really really nice piece of writing on building up new website.
It’s perfect time to make some plans for the
longer term and it’s time to be happy. I have learn this put up and if I may I wish to suggest you some attention-grabbing things or advice.
Maybe you could write next articles referring to
this article. I desire to learn even more issues approximately it!