বিশেষ সংবাদ:
চট্টগ্রাম নগরীর আমতল এলাকায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখায় আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে ইউসিবি জুবিলী রোড শাখা অফিসে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রাইফেল ক্লাব ভবনের নিচতলা থেকে ধোঁয়া দেখা যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে।
তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ।
Leave a Reply