বিশেষ সংবাদ:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের পরিকল্পনা কাজে লাগানোর কাজটা ছিল পেসারদের। খালেদ আহমেদের নেতৃত্ব তা ঠিকঠাকভাবেই করতে পেরেছেন বাংলাদেশ দলের পেসাররা।
খালেদের ৮ ওভার দীর্ঘ প্রথম স্পেলেই বাংলাদেশ পেয়েছে ৩ উইকেট। শরীফুলও দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন ১ উইকেট। এর পাশাপাশি দারুণ ফিল্ডিং এনে দিয়েছে একটি রান আউটও।
সিলেট টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজ বিরতির আগে ৯১ রানে ৫ উইকেট তুলতে পারে শ্রীলঙ্কা।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেকটস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
ম্যাচ শুরুর দ্বিতীয় ওভারে ওপেনার মাদুশকাকে সাজঘরে পাঠান পেসার খালেদ আহমেদ। তার ফুলার লেংথের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। ফেরার আগে মাত্র ২ রান করেছেন তিনি।
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। ৩৭ রান যোগ করেন তারা। যদিও তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১১.২ ওভারে মেন্ডিসকে দ্বিতীয় শিকার বানান খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন, এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাট ছুঁয়ে গালিতে ক্যাচ তোলেন মেন্ডিস (২৬ বলে ১৬ রান)। জাকির হাসান ক্যাচটা ধরেন।
একই ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নেকেও বোল্ড করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন খালেদ। তার ভেতরে ঢুকে পড়া বলে যথেষ্ট গ্যাপ রেখে খেলার চেষ্টা করেছিলেন লঙ্কান ওপেনার। ফলাফল বল ফাঁক গলে আঘাত করে তার অফ স্টাম্পে। তাতে ১৭ রানে থেমেছেন করুনারত্নে।
মাদ্রিদের সাবেক ব্রাজিলীয় ফরোয়ার্ডের ৯ বছরের জেলমাদ্রিদের সাবেক ব্রাজিলীয় ফরোয়ার্ডের ৯ বছরের জেল
খালেদের পরের ওভারে দিনেশ চান্ডিমালের দ্রুত সিঙ্গেলে সাড়া দিতে গিয়ে রান আউট হন ম্যাথুস। মিড অফ থেকে নাজমুলের সরাসরি থ্রো স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দিলে ৭ বলে ৫ রানে থামে ম্যাথুসের ইনিংস। ১৪ ওভারে তখন শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৪৯।
পঞ্চম উইকেট পড়েছে পরের ওভারেই। শিকারি শরীফুল ইসলাম। চান্ডিমালকে (১৩ বলে ৯ রান) দারুণ এক ইনসুইংয়ে লেগ স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের তালুবন্দী করেন এই বাঁহাতি পেসার।
এই টেস্টে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। বাংলাদেশের ১০৩তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ২১ বছর বয়সী রানার। বাংলাদেশের পেস আক্রমণে রানার সাথে আছেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। স্পিনার হিসেবে রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে টাইগাররা একটিতে এবং লঙ্কানরা ১৮টিতে জিতেছে। পাঁচটি ম্যাচ ড্র হয়।
Leave a Reply