সরেজমিন প্রতিবেদন:
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন শুরু করে। দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্মরণ করা হয় । দেশের মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য দেয়ার মধ্য দিয়ে দিনটি শুরু করে।
দেশের সব জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণ করা হয় । তারই অংশ হিসেবে আজ ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতার শহীদদের স্মরণে পুষ্মমাল্য অর্পণ করা হয়।
উক্ত স্মৃতিস্তম্ভে সকল রাজনৈতীক দলের পক্ষ হতে পুষ্পমাল্য প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতেও পুষ্পমাল্য প্রদান করা হয়। রাত ১২টা ১ মিনিটে প্রথম পুষ্পমাল্য প্রদান করা হয় ফেনী -২ সংসদীয় আসনের পক্ষ হতে জনাব নিজাম উদ্দিন হাজারী এম.পি. । এরপর পুষ্পমাল্য প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ হতে ফেনীর জেলা প্রশাসক জনাব শাহেনা আক্তার। এরপর পুষ্পমাল্য প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ হতে ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।
এরপর জনসাধারনের জন্য স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন উন্মুক্ত করে দেয়া হয় । সাধারণ মানুষ দলে দলে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন এ শ্রদ্ধা নিবেদন করতে থাকে।
দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার ,৫টি পৌরসভা ও ৪৩ টি ইউনিয়নের সকল জীবিত মুক্তিযোদ্ধাদেরকে আমন্ত্রন জানানো হয় ।
আগত সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরন করা হয় । তারপর শুরু হয় আলোচনা সভা । আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফেনী -২ সংসদীয় আসনের এম.পি. জনাব নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক জনাব শাহেনা আক্তার ও ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান ।
Leave a Reply