বিশেষ সংবাদ:
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৫ রানে অলআউট বাংলাদেশ। আজ রোববার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতেও অসহায় নিগার সুলতানার দল। ৪৪.১ ওভার ব্যাট করে ৯৭ রানে শেষ স্বাগতিকরা! ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে অজিরা। ২৩.৫ ওভারে তারা লক্ষ্যে পৌঁছে যায়। ৬ উইকেটের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করা অ্যালিসা হিলির দল।
বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে মিরপুরে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
অল্প পুঁজি নিয়েও ৩৯ রানের মধ্যে ফোবে লিচফিল্ড, হিলি ও বেথ মুনিকে আউট করে ম্যাচ জমিয়ে দেয় বাংলাদেশ। লিচফিল্ড রানআউট হয়েছেন। এরপর রাবেয়া খানের ঘূর্ণির শিকার হন অধিনায়ক হিলি ও বেথ মুনিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সুলতানা খাতুন।
তালিয়া ম্যাকগ্রাকে নিয়ে ২১ রান যোগ করেন অ্যালিস পেরি। দলের ৬০ রানের সময় রানআউট হয়ে যান ম্যাকগ্রা (৬০/৪)। নিগাররা তখনো হাল ছাড়েনি। যদিও এরপর পেরি ও অ্যাশলে গার্ডনার আর কোনো সুযোগই দিলেন না স্বাগতিকদের। ৩৫ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।
এর আগে অস্ট্রেলিয়ার স্পিনে ঘায়েল বাংলাদেশের নারীরা। সোফি মলিনেক্স তিনটি এবং অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া পেসার মেগান শুট নেন একটি উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র তিনজন।
১০ রানে ৩ উইকেট শিকার করা মলিনেক্স হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।
অজি নারীরা বিশ্ব ক্রিকেটের পরাশক্তি। তারা ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর দল, আর বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। অজিরা সাতবার ওয়ানডে বিশ্বকাপ ও ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দুই দলের শক্তির তফাৎ মাঠেই দেখা গেল।
নারী ওয়ানডে বিশ্বকাপে ১২ আসরের মধ্যে সাতবার ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই তুলনায় বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলেছে শুধু একবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয় মোট পাঁচবার, প্রথম ২০১৪ সালে ঘরের মাঠে। উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
Leave a Reply