বিশেষ সংবাদ : চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার একটি জুতার সোল তৈরীর কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট সেখানে যোগ দেয়। আগুন লাগার কারণ জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। জুতার কারখানার নাম র্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।
সূত্র- বাসস
Leave a Reply