বিশেষ সংবাদ : সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শুক্রবার কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে। সেখানে হিজবুল্লাহ গ্রুপের অস্ত্রের ঘাঁটি রয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘লেবাননের হিজবুল্লাহ গ্রুপের রকেট ঘাঁটির কাছের’ একটি এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলাটি চালায়।’ এই গ্রুপের সিরিয়ায় একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, সেখানে ইসরায়েলের হামলায় সিরিয়ার কমপক্ষে ৩৬ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, গভীর রাতে চালানো ওই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে।
সিরিয়ার একটি সামরিক সূত্র সানা’কে জানিয়েছে, ‘আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি বাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আথ্রিয়ার দিক থেকে বিমান হামলা চালায়।
সূত্রটি আরো জানায়, সেখানে হামলায় বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে।
জেরুজালেম থেকে এএফপি যোগাযোগ করলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এই ব্যাপারে বিদেশী মিডিয়ায় কোন মন্তব্য করবে না।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থাপনায় শত শত বার বিমান হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য লেবাননের হিজবুল্লাহ গ্রুপের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান-সমর্থিত বিভিন্ন বাহিনী।
সূত্র- বাসস
Leave a Reply