বিশেষ সংবাদ:
বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে মার্কেটের ৬ষ্ঠ তলায় অভি মেডিকেলের গোডাউনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে মার্কেটের ৬ষ্ঠতলায় অভি মেডিকেলের গোগাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। বেলা ১টা থেকে শুরু হয়ে বেলা সোয়া ৩টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করা হয়। বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বগুড়া ফায়ার উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
Leave a Reply