বিশেষ সংবাদ:
পরিবহন থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক ৭ চাঁদাবাজ
চট্টগ্রামের জোরারগঞ্জের বারৈয়ারহাট পৌরসভা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় ৭ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় চাঁদাবাজ চক্র চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভা এলাকার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোড এলাকায় চলাচলরত বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল এই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ৭ চাঁদাবাজকে আটক করে।
র্যাব আরো জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভা এবং খাগড়াছড়ি মহাসড়ক এলাকার বিভিন্ন পয়েন্টে থেকে ভূয়া টোকেন এর মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।
Leave a Reply