বিশেষ সংবাদ:
মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ১০ জন আরোহী নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর নিয়মিত সামরিক মহড়া চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুতে শহরের একটি সামরিক ঘাঁটিতে নিয়মিত মহড়ার চলছিল। সেসময় নৌবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আরেকটির সংঘর্ষ হলে হেলিকপ্টারগুলো মাটিতে পড়ে যায়। হেলিকপ্টার ২টিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই।
দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টার
দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজেও মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে ও বিধ্বস্ত হতে দেখা যায়।
হেলিকপ্টার দুটির মধ্যে একটি ছিল এইচওএম এম৫০৩-৩ মডেলের। এটিতে ৭জন আরোহী ছিলেন এবং এই হেলিকপ্টারটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, আরেকটি হেলিকপ্টার ছিল ফেনেক এম৫০২-৬ মডেলের। এটিতে ৩জন আরোহী ছিলেন এবং সংঘর্ষের পর এটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারে উদ্ধার অভিযান
রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে শিগগিরই কমিটি গঠন করা হবে।
এর আগে গত মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও ২ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন স্থানীয় জেলেরা।
Leave a Reply