বিশেষ সংবাদ:
২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজয় ও পরে ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষার পরের এ জয় হয়ে উঠেছিল দারুণ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন মেসিও। আর্জেন্টিনার এ জয় নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘মুচাচোস’, দেখা যাবে বাংলাদেশেও।
এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ আসার ঘটনাকে ফুটবল ইতিহাসের সেরা রোমাঞ্চকর ঘটনা বললে ভুল হবে না। এ বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং তথ্যচিত্র। সেগুলোর মধ্যে আলোচিত স্প্যানিশ ভাষার ‘মুচাচোস’।
গত ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায় আর্জেন্টিনায়। সেখানকার মানুষের ভেতরে দারুণ সাড়া ফেলেছে তথ্যচিত্রটি। আর্জেন্টিনায় চলচ্চিত্র প্রদর্শনীর ইতিহাসে এ ছবি নজির সৃষ্টি করেছে। সেখানকার প্রেক্ষাগৃহে দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক গিয়েছিলেন ছবিটি দেখতে। এবার বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। ১০০ মিনিটের তথ্যচিত্র ‘মুচাচোস’ নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস।
আজ থেকে এ তথ্যচিত্র ঢাকায় দেখানো শুরু হয়েছে ।
Leave a Reply