ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল ২৬ এপ্রিল শুক্রবার বিএনপি র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আহবায়ক করা হয়েছে আলহাজ্ব মাওলানা মো: সেলিম রেজাকে । সদস্য সচিব করা হয়েছে এ্যাড: মাওলানা কাজী আবুল হোসেন কে । কমিটিতে সিনয়ির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন আলহাজ্ব মাওলানা মো: আলমগীর হোসেন । এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন আলহাজ্ব মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও মাওলানা মো:দেলোয়ার হোসেন ।
নতুন এ কমিটির দ্বায়ীত্ব হবে একটি গ্রহনযোগ্য পূনাঙ্গ কমিটি গঠন করা ।এর পাশাপাশি সারাদেশে ভ্রমনের মাধ্যমে প্রত্যেক ইউনিটে পূনাঙ্গ কমিটি গঠন করা । যখন ইউনিটে পূনাঙ্গ কমিটি গঠন করা হবে তখন ঐ সকল ইউনিটের দ্বায়িত্ব হবে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো পুনরায় গঠন করা ।
যদি নতুন এ কমিটি সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করে তবে সারাদেশে নতুন ভাবে আবারো জাতীয়তাবাদী শক্তি ঘুরে দাড়াতে সক্ষম হবে । অতীতে জাতীয়তাবাদী ওলামা দলের ভূমিকা ছিল প্রশংসনীয় ।
Leave a Reply