বিশেষ সংবাদ:
ব্যক্তিগত সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও পল্লী সঞ্চয় ব্যাংক এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। এদিন বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি থেকে প্রটোকল ভেঙে আধা কিলোমিটার হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছার পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।
তিনি এ সময় জনগনের কল্যানে নেয়া নানা প্রকল্প ও কর্মসূচীর কথা সবার কাছে তুলে ধরেন ।
Leave a Reply