বিশেষ সংবাদ:
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ভারত। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুর অফিসের প্রধান মুখপাত্র হীনা ওয়ালিত একটি নিউজ পোর্টালকে বলেছেন, ভারতীয় সেনাদের শেষ ব্যাচ মালদ্বীপ ছেড়ে চলে গেছে। তবে তাদের সংখ্যা কত সে বিষয়টি তিনি জানাননি। বলেছেন, সেনা সদস্যের সংখ্যা পরে বিস্তারিত জানানো হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, মালদ্বীপকে আগেই ভারত দিয়েছিল দু’টি হেলিকপ্টার এবং ডরনিয়ার বিমান। তা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সেনারা মালদ্বীপে অবস্থান করছিলেন। মালদ্বীপ সরকার আগের ঘোষণায় জানিয়েছে, সোমবার ৫১জন ভারতীয় সেনাকে দেশে ফেরত পাঠিয়েছে। সরকারি হিসাবে সেখানে ভারতীয় ৮৯ জন সেনা থাকার কথা বলা হয়েছিল। আরও বলা হয়, বাকি যে সেনা সদস্য রয়ে গেছেন তাদেরকে ১০ই মের আগেই প্রত্যাহার করতে রাজি হয়েছে ভারত।
ওদিকে নয়া দিল্লিতে সাংবাদিকদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রথম এবং দ্বিতীয় ব্যাচের সেনারা ভারতে ফিরেছেন।
এখন ভারতীয় বেসামরিক তিনটি প্ল্যাটফরম পরিচালনার জন্য ভারতীয় টেকনিক্যাল ব্যক্তিদেরকে ডেপুটেশনে রাখা হয়েছে। এ ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির ভাগ সফর করছেন। তিনি এই সফরে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তারা দ্বিপক্ষীয সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উল্লেখ্য, চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু নির্বাচিত হওয়ার পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুইজু নির্বাচিত হওয়ার আগে থেকেই বলেছেন তিনি নির্বাচিত হলে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফেরত পাঠাবেন। নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর পরই তিনি ভারতের প্রতি অনুরোধ জানান সেনাদের প্রত্যাহার করে নেয়ার। তিনি তাদেরকে ১০ই মে শেষ সময়সীমা বেঁধে দেন।
Leave a Reply