বিশেষ সংবাদ:
ইংলিশ ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ান হামজা চৌধুরী। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। ক্লাবটির অধিনায়কও ছিলেন। এই ফুটবলারের জন্ম ইংল্যান্ডে হলেও, বাংলাদেশে তার নাড়ি। হামজার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। হামজাকে তাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার আকাঙ্খা ফুটবলভক্তদের।
হামজাও জানিয়েছিলেন, তিনি খেলতে চান বাংলাদেশের হয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা একবার বলেছিলেন— ‘আজ হোক বা কাল বা, হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে।’ তবে, হামজার চাওয়ার সঙ্গে পাওয়া পূর্ণ হতে সবার আগে বাংলাদেশের নাগরিকত্ব লাগবে তার। সেটি না থাকায় এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি।
সম্প্রতি পাসপোর্টসহ সব জটিলতা কাটিয়ে ওঠার পথে আছেন হামজা। এখনও যেহেতু ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি তার, তাই তিনি চাইলে বাংলাদেশ জাতীয় দলকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে ইংলিশ ফুটবলের কোনো বাধা নেই। ২৬ বছর বয়সী হামজা লাল-সবুজের জার্সি গায়ে চাপালে দেশেরই লাভ বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
টিটু বলেন, ‘হামজা চৌধুরীর ব্যাপারে আপনাদের মতোই আমাদের চাওয়া। আমরা চাই সে যেন আমাদের হয়ে খেলে। সে আসলে আমাদের জাতীয় দলের জন্য নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার হবে।’
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজীরাও এসেছিলেন ভিনদেশ থেকে। তারা এখন দেশের অন্যতম বড় দুই তারকা। ভক্তরা এখন তাদের পাশাপাশি হামজার আশাতে দিন গুণতেই পারেন।
Leave a Reply