বিশেষ সংবাদ:
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র সরকারের ‘ইচ্ছার’ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, তা ‘ভুয়া দাবি’ হিসেবে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
গত বৃহস্পতিবারের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নে পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘এসব দাবি ভুয়া। যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিহিকে উৎসাহিত করা।’
‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, নিষেধাজ্ঞা ওঠানোর প্রক্রিয়া বেশ ‘জটিল’।
বাংলাদেশের নির্বাচন ঘিরে দুদেশের মধ্যে টানাপড়েন পেছনে ফেলে ‘সামনে তাকানোর’ আহ্বান নিয়ে ১৪-১৬ মে ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।
সরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনায় এলিট ফোর্স র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে যোগ দেন ডনাল্ড লু। দেড় ঘণ্টার বেশি সময়ের ওই নৈশভোজে সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীও যোগ দেন।
নৈশভোজ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের ‘অনানুষ্ঠানিক আলোচনার’ বিভিন্ন দিক তুলে ধরেন সালমান রহমান।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তোলার কথা জানিয়ে তিনি বলেন, ‘র্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর কথাটাও আমরা বলেছি তাকে ফেরত দেয়ার ব্যাপারে।’
‘তিনি (লু) সেখানে বলছেন, দুটা ইস্যুÑর্যাব ও রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টাÑতাদের বিচার বিভাগে এটা আছে। বলেছেন, এখানে কিন্তু আমাদের বিচার বিভাগ আমাদের হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর থেকে স্বাধীন। স্বাধীনভাবে কাজ করে বিচার বিভাগ। তো, তারা বলেছেন, আমরা এটা পুশ করছি। বলেছেন, পররাষ্ট্র দপ্তর থেকে আমরা পূর্ণ সমর্থন এখন দিচ্ছি।’
ডনাল্ড লুর আগের সফরে র্যাবের উন্নতির প্রশংসা করার কথা তুলে ধরে সালমান বলেন, ‘র্যাব অনেক উন্নতি করেছে, সেটা গতবারই জনসম্মুখে বলেছে।’
‘তো, পররাষ্ট্র দপ্তরের কথাটা হলোÑ‘আমরা আমাদের তরফ থেকে বলেছি, উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে নিষেধাজ্ঞা তুলে দেয়া উচিত। হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে। কিন্তু আমাদের বিচার বিভাগের একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে কাজ চলছে।’ তিনি (লু) আশাবাদী যে, এটা হবে।’
এর পরদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ডনাল্ড লু।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে গত বছরের ‘উত্তেজনা’ পেছনে ফেলে সামনে ‘তাকানোর’ কথা বললেও র্যাবের নিষেধাজ্ঞাকে দুদেশের মধ্যে ‘কঠিন বিষয়’ হিসেবে তুলে ধরেন।
Leave a Reply