বিশেষ সংবাদ:
আইপিএল আসে, আইপিএল যায়। বদলে যায় দলের নাম, জার্সি, অধিনায়ক, মালিক। কিন্তু বদলায় না আরসিবির ভাগ্য। ১৭ বছর পরেও ভারতসেরার তকমা অধরাই থেকে গেল বিরাট কোহলিদের। দুরন্ত প্রত্যাবর্তনে স্বপ্ন জাগিয়েও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ পর্যন্ত ট্রফি জয়ের কাছে পৌঁছতে পারল না। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের মতো আইপিএল শেষ বিরাটদের।
আইপিএলের (IPL 2024) মাঝামাঝি সময়ে যখন প্লে অফের অঙ্ক কষা শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা, আরসিবিকে বাদ দিয়েই চলত তাঁদের যাবতীয় কাটাছেঁড়া। কারণ সাত ম্যাচে মাত্র একটা জয় পেয়ে পয়েন্ট টেবিলের নিচে ধুঁকছেন বিরাট কোহলিরা। সেখান থেকে দুরন্ত কামব্যাক। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফের টিকিট। কিন্তু শেষরক্ষা আর হল না। এলিমিনেটরে এসে থেমে গেল আরসিবির (RCB) জয়রথ।
Leave a Reply