বিশেষ সংবাদ:
দু’বারই গ্র্যান্ড সেলিব্রেশন দেখেছিল শহর কলকাতা। শহরে ফেরার পর হুড খোলা গাড়িতে ট্রফি নিয়ে ঘুরেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সে হাজার হাজার সমর্থকের সামনে ট্রফি জয়ের উৎসব পালন করেছিলেন গৌতম গম্ভীররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বার বলেছিলেন, পরের বার কেকেআর জিতলে ব্রিগেডে সেলিব্রেশন হবে।
কলকাতা: রবিবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেলিব্রেশন কবে হবে? নাইট সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন। ২০১২ সালে চেন্নাইতে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ধোনির চেন্নাইকে সেবার হারিয়েছিল শাহরুখের দল। দু’বছর বাদে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রীতি জিন্টার পঞ্জাবকে হারিয়ে শিরোপা জেতে নাইট রাইডার্স। দু’বারই গ্র্যান্ড সেলিব্রেশন দেখেছিল শহর কলকাতা। শহরে ফেরার পর হুড খোলা গাড়িতে ট্রফি নিয়ে ঘুরেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সে হাজার হাজার সমর্থকের সামনে ট্রফি জয়ের উৎসব পালন করেছিলেন গৌতম গম্ভীররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার বলেছিলেন, পরের বার কেকেআর জিতলে ব্রিগেডে সেলিব্রেশন হবে। ১০ বছর পর আবারও আইপিএল জিতল কলকাতা নাইট রাইডার্স। তবে সেলিব্রেশন পর্ব এবার অধরাই থাকছে।
Leave a Reply