বিশেষ সংবাদ:
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আনোয়ার দেওয়ান (৪২), ছাব্বির হাতকাটা ছাব্বির ওরফে স্বপন (৫২), মন্দু মৃধা ওরফে মন্টু (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোল্লা (৪১), সেলিম ব্যাপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোল্লা (৪০), নুরে আমিন ওরফে জুয়েল (৪২), সোলেমান সুমন ঢালী (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মুখা (২৩)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ তার কার্যালয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতেরা দিনে দিনমজুরের কাজ করেন আর রাতে হয়ে ওঠেন দুর্ধর্ষ ডাকাত।ওদের কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ ভ্যানগাড়ি চালক , কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা । তারা দিনের বেলায় একেকজন একেক পেশায় থাকলেও রাতের বেলা হয়ে ওঠে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত। তারা দিনের বেলা পেশার ফাঁকে ফাকে রাতে ডাকাতি করার খোঁজ খবর নেয়। তারা দিনের বেলার পেশা পাল্টে রাতে হয়ে ওঠে একেকজন ভয়ঙ্কর ডাকাত। তারা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টার্গেট অনুযায়ী বিভিন্ন এলাকায় রাস্তায় ও বাসা বাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই-ডাকাতি করে থাকে।
গত ৪ মে পুরাতন বাক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পেশাদার অপরাধী। গ্রেফতারকৃত তাদের অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply