বিশেষ সংবাদ:
গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে র্যাগ ডে’র উৎসব পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো. আল আমিন (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে সংঘর্ষের ঘটনার জের ধরে প্রকাশ্যে ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগ উঠেছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
নিহত শিক্ষার্থী কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি চন্দ্রায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বুধবার কলেজ ক্যাম্পাসে র্যাগ ডে নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। র্যাগ ডে অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রভাষক আবু হেনা সাজেদুল আলম ও আবুল কালাম আজাদসহ কয়েকজন শিক্ষককে। তাদের সামনেই এসব ঘটে।
ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি ও কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন খান, তার সহযোগী সাকিব হৃদয়, আকাশ ও হাসানসহ ১০-১২ জন শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের মাঠে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন ও কামরুলকে দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় তারা দু’জন দৌড়ে পালানোর চেষ্টা করে। তারা কলেজের পশ্চিম পাশে ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে গিয়ে মাটিতে পড়ে যায়। এসময় হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সুফিয়া বেগম বলেন, বুধবার শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের বিদায়ী অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল; র্যাগ ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরে আজ কলেজের একজন ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন ছাত্র আহত হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের বলেন, কলেজের র্যাগ ডে পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি পক্ষের হামলায় এক ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply