বিশেষ সংবাদ:
অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও ব্যাট হাতে বেগ পেতে হয় বাংলাদেশকে, জাগে হারের শঙ্কাও। সহজে জিততে না পারার আক্ষেপ আছে, তবে জয়টি স্বস্তির পরশই বুলিয়ে দিয়েছে বাংলাদেশ শিবিরে।
সব শঙ্কা উড়িয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চাপে থাকা দলটি শনিবার শ্রীলঙ্কাকে হারায় ২ উইকেটে হারায়। অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও ব্যাট হাতে বেগ পেতে হয়, জাগে হারের শঙ্কাও। সহজে জিততে না পারার আক্ষেপ আছে, তবে জয়টি স্বস্তির পরশই বুলিয়ে দিয়েছে বাংলাদেশ শিবিরে।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কোনোমতে সিরিজ জেতা বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের বেহাল দশা দুশ্চিন্ত আরও বাড়ায়। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশা দেখার মানুষেরই অভাব পড়ে গিয়েছিল। সেই দলটিই প্রচন্ড চাপের মাঝে থেকে জয়ে শুরু করলো। জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ম্যাচে তারা শতভাগেরও বেশি দিয়েছেন। তার ভাষায় সেটা ১২০ শতাংশ।
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবাই যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। রান তাড়া সহজ ছিল না, তবে সত্যি বলতে আমরা ভালো ব্যাটিং করিনি। আজকের উইকেট ভালো ছিল। লিটন তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় ওই ওভারের (হাসারাঙ্গাকে টানা তিন ছক্কা মারেন) ব্যাটিং আমাদের সাহায্য করেছে। দর্শকদের নিয়ে খুশি, আশা করি তারা আগামীতেও এসে আমাদের সমর্থন করবে।’
পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের নিবেদনেও সন্তুষ্ট শান্ত। তবে জেতার ধরন নিয়ে বক্তব্য আছে বাংলাদেশ অধিনায়কের। তার ভাষায়, ‘সবার শারীরিক ভাষা অসাধারণ ছিল, আমরা ১২০ শতাংশ দিয়েছি। আমরা শেষ ১০-১৫ দিন ধরে পরিকল্পনা সাজিয়েছি, ফিল্ডাররা তাদের কাজ করে যাচ্ছে। আমরা মনে হয় শ্রীলঙ্কা খুবই ভালো বোলিং করেছে, তবে এমন উইকেটে আমাদের সহজে জেতা উচিত ছিল।’
ম্যাচসেরা রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ৯ উইকেটে ১২৪ রান তোলে তারা। জবাবে দুঃস্বপ্নের শুরুর পর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের গড়া দারুণ জুটিতে সহজেই জেতার পথে ছিল বাংলাদেশ। কিন্তু নুয়ান থুসারা-ভানিন্দু হাসারাঙ্গার দারুণ প্রত্যাবর্তনে ২২ রানে ৫ উইকেট খুইয়ে হারের শঙ্কাতে পড়ে তারা। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল আগে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
Leave a Reply