বিশেষ সংবাদ:
বিশ্বকাপের ২৪ তম ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার দেওয়া ৭৩ রানের লক্ষ্য মাত্র ৩৪ বলেই টপকে যায় অজিরা। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা এডাম জাম্পা।
এন্টিগার সার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নামিবিয়া । ২ রান করা নিকোলাস ডেভিনকে নিজের প্রথম শিকার বানান হ্যাজেলউড। ১ রান করা ফ্রাইলিঙ্ককে সাজঘরে ফেরান কামিন্স। ৩ রান করা স্মিটকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন জাম্পা।
একে একে ডেভিড উইজ, ট্রামপেলমেন ও বার্নাড কে নিজের শিকার বানান জাম্পা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস।
জবাবে ব্যাটিং এ নেমে উড়ন্ত সূচনা করেন ডেভিড ওয়ার্নার। ৮ বলে ২০ রান করা ওয়ার্নারকে সাজঘরে ফেরান ডেভিড উইজ। এরপর ট্রাভিস হেডের ১৭ বলে ৩৪ ও মিচেল মার্শের ৯ বলে ১৮ রানের সুবাদে ৯ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।
Leave a Reply