সরেজমিন প্রতিবেদন :
সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী আলি আক্কাস রনি। বুধবার সকালে পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় স্ত্রী সিথিয়া আক্তার খুশবুকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ স্বামীকে সাথে নিয়ে স্ত্রীর মরদেহ উদ্ধার করে
আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ী বরিশালের ভোলায়। তবে দু’জনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা সাম্প্রতিক সময়ে বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি।এ তথ্য নিশ্চিত করেছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়।
ওসি জানান, গত দুই বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের পারিবারিক নানা অভাব অনটন ও ঝগড়া চলছিল। মঙ্গলবার রাতে তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারো ঝগড়া শুরু হয়। তারা সারারাত ঝগড়া করেন। ঝগড়ার একপর্যায়ে ভোরে খুশবুকে গলায় বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রনি।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে থানার সামনে এসে রনি এক পুলিশ সদস্যকে বলেন, তিনি স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ সদস্য সঙ্গে সঙ্গে বিষয়টি ওসিকে অবহিত করেন।
তাৎক্ষণিকভাবে ওসি ঘটনাটি শুনে রনিকে নিয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা পান। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। খুশবুর হাতে গলায় কানে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারকে খবর দেয়া হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply