বিশেষ সংবাদ:
ফেনীর দাগনভূঞা উপজেলায় খামারে ঢুকে ১৩টি গরু চুরি ঘটনায় হোতাসহ দুই জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র্যা ব-৭ -এর সদস্যরা। বুধবার (১২ জুন) নগরীর চাঁন্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকার সোলাইমান ওরফে সলোমান (৫২) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জামাল হোসেন ওরফে মানিক (৪২)।
র্যা ব-৭-এর সূত্র জানান, দাগনভূঞায় খাঁন এগ্রো ফার্মে গত ৮ জুন রাতে সংঘবদ্ধ চোর ঢুকে ১৩টি শাহীওয়াল জাতের গরু চুরি করে নিয়ে যায়। খাঁন এগ্রোর মালিক দাউদ খাঁন বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। মামলায় বর্ণিত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাদব-৭-এর সদস্যরা। বুধবার (১২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকা দুই জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন, মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।
সলোমানের বিরুদ্ধে ফেনী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১১টি এবং মানিকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে বলে র্যাএব জানিয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply