বিশেষ সংবাদ:
বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত দুই মাস ধরে অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ শুক্রবার (১৪ জুন) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাদ জুম্মা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনানিবাসের কবরস্থানে মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদের মরদেহ দাফন করা হবে। এর আগে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সমধিক পরিচিত মুখ ছিলেন। এ ছাড়া অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।
Leave a Reply