বিশেষ সংবাদ:
মিয়ানমারে সংঘাতের জেরে নিরাপত্তা জনিত কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে গত পাঁচদিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকার পর শুক্রবার থেকে বিকল্প পথে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পণ্যবাহী ট্রলার চলাচলের সিদ্ধান্তের কথা জানিয়ে জেলা প্রশাসন।
কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ অবস্থা দ্বীপে যেন খাদ্য সংকট না হয় সেজন্য বিকল্প পথে সরাসরি কক্সবাজার থেকে নৌযান চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
এ দিকে গতকাল বিকালে টেকনাফ-সেন্ট মার্টিন উপকূল থেকে সরে গেছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ তিনটি ।
Leave a Reply