বিশেষ সংবাদ:
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত ও আরও ১২০ জন আহত হয়েছেন।
গতকাল ১৮ জুন মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর জানিয়েছেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। যে কারণে দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তথ্যসূত্র-চ্যানেল আই অনলাইন
Leave a Reply