সরেজমিন প্রতিবেদন:
গত শুক্রবার দিবাগত রাতে নানার বাড়িতে আত্মহত্যা করেছে সোনাগাজী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান সুমাইয়া। সুমাইয়ার বাবার নাম এনামুল হক মায়ের নাম সেলিনা আক্তার। তাদের বাড়ি ধুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোস্তফা মুন্সিবাড়ি। ছোটবেলা থেকেই সুমাইয়া তার নানার বাড়িতে থাকতো। তার নানার বাড়ি লেমুয়া ইউনিয়নের ৩ নং নেয়ামতপুর ওয়ার্ডের নেয়ামতপুর গ্রামে। ছোটবেলা থেকেই সে নানার বাড়িতে থাকতো। এখান থেকে সে এসএসসি পরীক্ষায় পাস করে। পরবর্তীতে সোনাগাজী সরকারি কলেজে ভর্তি হয়। কলেজে পড়া অবস্থাতেই তার সাথে বিয়ের ফর্দ করা হয় লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিরগঞ্জ গ্রামের জনৈক প্রবাসী আবুল কালাম এর ছেলের সাথে। দুই মাস পরে তার বিয়ের কথা ছিল।যার সাথে তার বিয়ে ঠিক হয় তার সাথে সুমাইয়ার নিয়মিত ফোনে যোগাযোগ ছিল। কিন্তু বিয়ের আগে কেন মেয়েটি আত্মহত্যা করল এই বিষয়ে সবাই হতবাক। নিহত সুমাইয়ার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্গে নিয়ে আসা নিয়ামতপুর গ্রামের বাসিন্দা জনাব ক্বারী মামুনুর রশিদ প্রতিবেদককে জানান, শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় মেয়েটি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন নানী তাকে ঘরে ডাকাডাকি করে দেখতে পায় মেয়েটি তখন ঘুম থেকে উঠি নি। তখন নানী তাকে ঘুম থেকে উঠানোর জন্য দরজায় আঘাত করতে থাকে। এক সময় দরজা ভেঙ্গে তারা দেখতে পান মেয়েটি ফ্যানের সাথে ঝুলে আছে। তখন পাড়া প্রতিবেশী সবাই মিলে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার মেয়েটিকে। মৃত ঘোষণা করে। এবং সুরতহাল পরীক্ষার জন্য মর্গে ভর্তি করে। গ্রামের মানুষ জানায় মেয়েটি অনেক ভদ্র এবং অমায়িক ছিল। কিন্তু তার এ আত্মহত্যা কেন তা তারা কোন ভাবেই বুজতে পারছে না।
Leave a Reply