বিশেষ সংবাদ:
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে নেপালের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে ভূমিধসের কারণে তিন শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৯ জুন) দেশটির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানিয়েছেন, কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন।
তিনি বলেন, ‘পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।’
সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র- টাইমস অব ইন্ডিয়া।
Leave a Reply