বিশেষ প্রতিবেদন:
৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। আজ বুধবার সকালে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ১০ জানুয়ারি পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।
আরও পড়ুন
সেনাবাহিনী মাঠে নামছে কাল
সেনাবাহিনী মাঠে নামছে কাল
এর আগে গতকাল মঙ্গলবার আইএসপিআর আজ থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামবে বলে জানিয়েছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।
প্রসঙ্গত, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরাও মাঠে থাকেন। গত ২৯ ডিসেম্বর মাঠে নেমেছে বিজিবি।
Leave a Reply