বিশেষ সংবাদ:
ফিলিস্তিনের গাজার মানবিক অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, খান ইউনিসের কাছেই আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ২৮৯ জনের বেশি মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, হামাসের নেতাকে টার্গেট করেই এই হামলা চালানো হয়। ওই নেতার নাম মোহাম্মেদ দেইফ। তবে, মানবিক অঞ্চলে হামলা চালানোর ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় এই হামলা করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলই সবাইকে এখানে আশ্রয় নেওয়ার তাগিদ দিয়েছিল। তাদের সেই আহ্বানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নেয়।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ৪৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮৮ হাজার ৪৮১ জন।
তথ্যসূত্র-ইন্ডিপেনডেন্ট টিভি
Leave a Reply