সরেজমিন প্রতিবেদন:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । আয়োজন করা হয় জেলা প্রশাসন ফেনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে । অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ফেনী জেলার জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার অনুষ্ঠানে অন্যান্য র মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ-পরিচালক সৌমেন মন্ডল । বেলুন উড়ানোর পরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের চারপাশে প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মূলত ২৬ শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ জুলাই ২০২৪ সারাদেশে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ পরিচালক সৌমেন মন্ডল তিনি বলেন ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলা হচ্ছে সীমান্ত বেষ্টিত। যার কারনে এ জেলায় মাদকের উপস্থিতি অনেক বেশি । মাদকের উপস্থিতি বেশি হওয়ার কারণে এখানে মাদক গ্রহনকারী আরো অনেক বেশি । ফেনী জেলাতে মোট ছয়টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে এগুলো সবগুলোই ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত । সরকারি কোনো উদ্যোগ এখানে নেই । তারপরও আমরা এগুলোর সাথে সমন্বয় সাধন করে কাজ করে যাচ্ছি । এ ছয়টি নিরাময় কেন্দ্র থেকে এ পর্যন্ত ২০০ জনের অধিক মানুষ সুস্থ হয়ে ফেরত গেছে ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের একাউন্টিং এর ছাত্রী সানজানা সোবাহান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকাসক্ত অবস্থা থেকে সুস্থ হয়ে ফেরত আসা জনাব আলাউদ্দিন । বক্তব্য রাখেন ছাগলনাইয়া ইয়ুথ সোসাইটির সভাপতি এম.এন.কে. রুবেল । আরো বক্তব্য রাখেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র শিকড়ের পরিচালক জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফেনী জেলা প্রশাসকমুছাম্মৎ শাহীনা আক্তার । তিনি অনুষ্ঠানে আগত সাংবাদিক ,ছাত্র-ছাত্রী , সমাজসেবক , বিজিবি সদস্য সহ সকলকে ধন্যবাদ জানান । এত সুন্দর অনুষ্ঠান করার জন্য তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান । তিনি বলেন শুধু আলোচনা করলেই হবে না । এখানে সবাই যে আলোচনা করেছে এবং এই যে লিফলেটে যা লেখা আছে তা আমাদেরকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে । তিনি বলেন ফেনী কোর্টে মাদকদ্রব্য সংক্রান্ত মোট মামলা রয়েছে ৩৪৫৪ টি । এখান থেকেই অনুমান করা যায় ফেনীতে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে মূলত যারা মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত তাদের টাকার লোভের কারণে এ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না । আমরা সামাজিকভাবে প্রতিহত করার মাধ্যমে এ মাদকাসক্ত সমাজ থেকে অবশ্যই পরিত্রান পেতে পারি । কারন আমরা বীরের জাতি । যদি আমরা আমাদের সমাজে নীতি নৈতিকতার চর্চা বৃদ্ধি করি তাহলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব । এজন্য অবশ্যই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে । মাননীয় জেলা প্রশাসকের বক্তব্যের পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply