বিশেষ প্রতিবেদন:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন। উক্ত আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে। গতকাল ঘোষণা করা হয়েছে আজ বিকেল তিনটায় পুনরায় সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।
এদিকে আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির। তারা ঘোষণা করেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্ম হয়ে সারাদেশে মাঠে থাকবে ছাত্রদল। এরপরে ঢাকার নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উক্ত বিক্ষোভ মিছিল থেকে গতকালকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নয়া পল্টন থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি নয়া পল্টনে এসে শেষ হয়।
এদিকে দুপুর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জড় হতে থাকে। সাইন্সল্যাব, নিউমার্কেট, ঢাকা কলেজ, মতিঝিল, যাত্রাবাড়ী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় দুপুর থেকেই আন্দোলন কারীরা অবস্থান নিতে থাকে। এতে পুরো শহরে যানজট শুরু হয়ে যায়। এ সময় এ সমস্ত এলাকায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এরপর বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুরো ঢাকা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কমার্স কলেজের এক আন্দোলনকারীসহ ২ জন ছাত্রলীগের হামলায় নিহত হয়েছে ।
এদিকে রংপুরে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। এ সংঘর্ষে আন্দোলনের সমন্বয়কারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হয়েছে।
চট্টগ্রামের নিউমার্কেট, ষোলশহর, টাইগার পাস এলাকাতে ও সংঘর্ষ হয়েছে। ষোলশহর এলাকায় ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাকলিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম সহ তিনজন গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
আন্দোলনে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ শতাদিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে । এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে সর্বমোট ১২৪ জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম,রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যলয়ের রাজু ভাস্কর্যর পাদদেশে ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান করছে । শহীদ মিনার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অবস্থান করছে । তাদের মধ্যখানে ভিসি চত্বরে পুলিশ ও বিজিবি অবস্থান করছে ।
Leave a Reply