বিশেষ প্রতিবেদন :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঘোষণা দেয় যে, আজ বৃহস্পতিবার সারাদিন সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এরজেরে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। সারাদেশে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক। উত্তরায় পুলিশের সাথে সংঘর্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির তিনজন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি র একজন ছাত্র নিহত হয়েছে। সাভারে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে এমআইএসটি র একজন ছাত্র নিহত হয়েছে। নিউ মারকেট এলাকায় সংঘাতে কমার্স কলেজের একজন ছাত্র নিহত হয়েছে। নরসিংদী তে পুলিশের সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মাদারীপুরে সংঘর্ষে পানিতে পড়ে একজন নিহত হয়ে যায়। ঢাকা রামপুরা এলাকায় একজন নিহত হয়েছে।
গতকালের ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ছাত্ররা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ছাত্রদের সাথে পুলিশ , র্যাব এবং বিজিবির দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিকেল চারটার দিকে বহদ্দারহাট এলাকায় পুনরায় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় আবার চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭ টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
বিকেল চারটার দিকে। ফেনীর বড় মসজিদ এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাদে। এ সময় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজে ছাত্রছাত্রীদের সাথে পুলিশে ও র্যাবের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। যশোরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও র্যাবের সংঘর্ষের খাওয়া পাওয়া গেছে। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাদে।
এছাড়া সিলেট , সুনামগঞ্জ,নেত্রকোনা, বগুড়া, রংপুর, রাজশাহী, নাটোর, লালমনিরাট, পঞ্চগড সহ বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া যায়।
রাজধানী ঢাকাতে সবচাইতে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, সাইন্সল্যাব, মিরপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, ধানমন্ডি ও মতিঝিল এলাকায় । দিনভর এসব স্থানে পুলিশ, র্যাব ও বিজিবির সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানী নিউমার্কেট মোড়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।
Leave a Reply