সরেজমিন প্রতিবেদন :
ঢাকার রাজপথ এ কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ। জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান সহ শতাধিক শিল্পীর অংশগ্রহণ এ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিকাল ৩ টা নাগাদ গানের মিছিল শুরু হয়। মিছিল টি পল্টন ফকিরাপুল ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় শিল্পীরা নানা প্রতিবাদী গান পরিবেশনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন। লক্ষণীয় স্লোগান ছিল সরকার তথা শেখ হাসিনার উদ্দেশ্য করে দেয়া স্লোগান – ছিছি,থুথু।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে কণ্ঠশিল্পী সায়ান বলেন ১৮ তারিখ যখন সারাদেশে সংঘাতে ৬ জন মারা গেল তখনই যদি সরকার সচেতন হতো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আলোচনার ব্যাবস্থা নিতো তবে ২০ তারিখ সারাদেশে শত শত ছাত্র জনতা প্রাণ হারাতো না। আপনারা নিহতের যে সংখ্যা প্রকাশ করছেন তাও সঠিক নয়। কেউ বলছেন ১৭৪ আবার কেউ বলছেন ২১০। কিন্তু বিদেশি গণমাধ্যম বলছে ৪০০ জনের অধিক। কিন্তু প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।হতাহতের সংখ্যা যা হোক আমরা এ গনহত্যার বিচার চাই।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য প্রদান করেন সমাজ কর্মী ব্যারিস্টার রেজওয়ানা চৌধুরী। তিনি বলেন দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। এ রকম হত্যাকান্ড যদি সেখান হতো তাহলে অবশ্যই সেখানকার মন্ত্রীরা পদত্যাগ করতো দায় নিয়ে।আমি সকল আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আর একটি গুলি চালাবেন না। যদি গুলি চালান তার পরিনাম হবে আরো ভয়াবহ।তিনি জাতিসংঘের অধীনে হত্যার তদন্ত দাবি করেন। তিনি যারা ছাত্র সংগঠন গুলোর হাতে অস্ত্র তুলে দিয়েছে এ হত্যাকান্ডের দায় তাদেরকে নিতে হবে।
Leave a Reply