1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ প্রধান উপদেষ্টার সাথে চবি উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ ও ৫ম সমাবর্তনে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী বিভাগ যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১০-১৭ এপ্রিল): সারাদেশে আটক ৩৯০ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন: জড়িতদের তিনদিনের মধ্যে গ্রেফতার করার দাবিতে মানববন্ধন গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো

যুক্তরাষ্ট্র-চীনের তুমুল লড়াইয়ে শেষ হলো প্যারিস অলিম্পিক

  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮২ বার ভিউ

বিশেষ সংবাদ:

প্যারিসের বার্কি অ্যারেনায় গতকাল মেয়েদের বাস্কেটবল ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও স্বাগতিক ফ্রান্স। তৃতীয় দল হিসেবে এ ম্যাচে চোখ ছিল চীনাদেরও! কেননা ফ্রান্স জিতলেই প্যারিস অলিম্পিকে পদক তালিকায় এক নম্বরে থাকার গৌরব অর্জন করত এশিয়ার দেশটি। যদিও ফরাসিদের মতো চীনারাও এ ম্যাচ থেকে হতাশাই পেল শুধু। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে স্বাগতিক মেয়েদের ৬৭-৬৬ পয়েন্টে হারিয়ে দেয় আমেরিকানরা। এতে ৪০টি স্বর্ণসহ মোট ১২৬টি পদক জিতে প্যারিস অলিম্পিকে সবার সেরা যুক্তরাষ্ট্র। সমান ৪০টি স্বর্ণসহ মোট ৯১টি পদক জিতে দ্বিতীয় স্থান পেয়েছে চীন।

গতকাল রাত ১টায় স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে প্যারিস অলিম্পিক গেমসের। অলিম্পিক মশাল তুলে দেয়া হয় লস অ্যাঞ্জেলেস শহরের মেয়রের হাতে। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের এ শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।

গতকাল মেয়েদের বাস্কেটবল ফাইনালে শেষ মুহূর্তে উত্তেজনা ছড়ায়। গ্যাবি উইলিয়ামস থ্রি-পয়েন্টার স্কোর গড়লে আশা বেঁচে থাকে ফ্রান্সের। একেবারে শেষ সেকেন্ডে তিনি আরেকবার থ্রি পয়েন্টারের আশায় যুক্তরাষ্ট্রের বাস্কেটে বল থ্রো করেন। বল সঠিক নিশানায় ঠিকই চলে যায়, যদিও সমতায় ফেরা হলো না ফরাসিদের। কেননা গ্যাবির পা ততক্ষণে বৃত্তের সীমানা থেকে ভেতরে চলে যায়!

এভাবে হেরে যাওয়ায় কেঁদেছেন উইলিয়ামস ও মেরিন জোহানেসরা। অন্যদিকে, টানা অষ্টম অলিম্পিক স্বর্ণ জিতে উৎসবে মেতে ওঠেন আমেরিকান মেয়েরা।

গতকাল শেষ ও ১৬তম দিন ১১টি স্বর্ণের নিষ্পত্তি হয়। সকালে মেয়েদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ২ ঘন্টা ২২ মিনিট ৫৪৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ৩১ বছর বয়সী এই রানার। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার তিগস্ত আসেফা ও ব্রোঞ্জ পান কেনিয়ার হেলেন ওবিরি। এর আগে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ব্রোঞ্জ জিতেছেন সিফান হাসান। এবার জিতলেন ম্যারাথনের স্বর্ণ। সব মিলিয়ে প্যারিসে ৬২ কিলোমিটারেরও বেশি দৌড়েছেন তিনি।

ইথিওপিয়ায় জন্মগ্রহণ করা সিফান হাসান অলিম্পিকে মোট ছয়টি পদক জিতেছেন। টোকিও অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণ জয়ের পাশাপাশি ১৫০০ মিটারে তৃতীয় হন।

গতকাল সকালে মেয়েদের ৮১ কেজির ভারোত্তোলনে চীনের লি ওয়েনওয়েন চ্যাম্পিয়ন হলে চলতি আসরে ৪০তম স্বর্ণপদক নিশ্চিত হয় চীনের। গ্রীষ্মকালীন অলিম্পিকে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ পদক। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সর্বোচ্চ ৪৮টি পদক জিতেছিল স্বাগতিকরা। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৩৯টি ও ২০২১ সালে টোকিও আসরে চীনারা পায় ৩৮টি স্বর্ণ। গতবার যুক্তরাষ্ট্র পেয়েছিল ৩৯টি। যদিও গতকাল শেষ ইভেন্টের স্বর্ণ জিতে নিয়ে চীনকে টপকে আসরের সেরা হয় অলিম্পিক জায়ান্ট যুক্তরাষ্ট্র।

শনিবার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুর্দান্ত লড়াই হয়েছে। উভয় দেশ এদিন ৫টি করে স্বর্ণ জয় করে। মেয়েদের ফুটবল ও ছেলেদের বাস্কেটবল চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ট্র্যাক থেকে আরো তিনটি স্বর্ণ জয় করেন।

প্যারিস অলিম্পিকে ছেলেদের বাস্কেটবলে স্বর্ণ জয় করে যুক্তরাষ্ট্র। শনিবার বার্কি অ্যারেনায় স্টিফেন কারি ২৪ পয়েন্ট স্কোর গড়লে ৯৮-৮৭ পয়েন্টের ব্যবধানে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে দেন আমেরিকান সুপারস্টাররা।

জয় শেষে অনুভুতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কোচ স্টিভ কের বলেন, ‘আমি মনে করি, বিশ্বে আমরা একমাত্র দল যারা রৌপ্য পদক জিতলে সমর্থকরা লজ্জিত হয়। এই চাপের মুখে থাকি আমরা। তবে আমাদের খেলোয়াড়রা, আপনারা কারিকে দেখেছেন, তারা চাপ নিতে ভালোবাসে। এ আবহকে তারা স্বাগত জানায় এবং আজ দুর্দান্ত খেলেছে।’

এ নিয়ে চারবার অলিম্পিকে রৌপ্য জিতল ফ্রান্স এবং প্রতিবারই ফাইনালে তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। ১৯৪৮, ২০০০, ২০২০ সালের পর এবার হারল নিজেদের মাঠে। হারের পর কেঁদেছেন ফ্রান্সের ২০ বছর বয়সী ভিক্টর ওয়েম্বানিয়ামা। এ সময় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কেভিন ডুরান্ট।

তথ্যসূত্র:বণিক বার্তা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com