বিশেষ প্রতিবেদন :
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত শহর জেনিন ও তার আশেপাশের আশ্রয়কেন্দ্র থেকে ১০ দিনের ‘প্রবল আগ্রাসনের’ পর সরে গেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (৬সেপ্টেম্বর) এমনটাই দাবি করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগ্রাসনে ২১ জন প্রাণ হারিয়েছেন।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের অবকাঠামোর মারাত্মক ক্ষতি করে গেছে ইসরায়েলি বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করেছে। জেনিন ও তুলকারেম শহর এবং সেখানকার আশ্রয়কেন্দ্রে চালানো আগ্রাসনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় চালানো আগ্রাসী মনোভাব নিয়ে পশ্চিম তীরে প্রবেশ করেছিল ইসরায়েল।
Leave a Reply