বিশেষ প্রতিবেদন :
মিয়ানমারে জান্তা বাহিনীর বোমা হামলায় নিহত ১১
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে জান্তা সরকারের বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।
স্থানীয়দের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয়রা জানান, চীন-মিয়ানমার সীমান্তে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণাধীন উত্তর শান রাজ্যের নামখামে জান্তার বিমান বাহিনীর হামলায় শিশু এবং একজন গর্ভবতী নারীসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে অনুরোধ বিএসএফেরভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে অনুরোধ বিএসএফের
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নামখামের আবাসিক এলাকায় বিমান বাহিনী দুটি বোমা হামলা চালায়। নামখামে বসবাসকারী এক ব্যক্তি বলেন, “মানুষ ঘুমিয়ে পড়ার সময় রাতের বেলা বিমান হামলাটি ঘটে।”
টিএনএলএর মুখপাত্রের মতে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু, পাঁচজন পুরুষ এবং চারজন নারী রয়েছেন।
চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র ৫ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।
স্থানীয় সূত্র এবং অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, গেলো সপ্তাহে মিয়ানমারের শান এবং কারেনি রাজ্যে জান্তা সরকারের বিমান বাহিনীর ধারাবাহিক বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।
Leave a Reply