বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সব অত্যাচারের প্রতিবাদে এবং অন্তর্বতীকালীন সরকারের কাছে পেশ করা আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ শুক্রবার বেলা ৩টা থেকে এ অবরোধ শুরু হয়। অবরোধের ফলে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কাঁটাবন-সায়েন্স ল্যাব রাস্তা ও শাহবাগ-পরীবাগ রাস্তা হয়ে বেশ কিছু যান চলাচল করতে দেখা গেছে। হিন্দুদের সব সংগঠনকে সঙ্গে নিয়ে শাহবাগ অবরোধ করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। আজকের অবরোধ কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো—অনতিবিলম্বে আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে; ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত সব হামলার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে; ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার করতে হবে এবং আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে।
হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে বলেন, ‘আপনারা (সরকার) যদি দুই কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে না পারেন, তবে বলে দিন আমরা জাতিসংঘের কাছে নিরাপত্তা চাইব। আমরা অন্তরর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, এ দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে আগামীতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সব সংগঠনের সঙ্গে সমন্বয় করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
অবরোধ চলাকালে দাবির পক্ষে নানান স্লোগান দেন তাঁরা।
Leave a Reply