বিশেষ প্রতিবেদন :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ঢাকার বেইলি রোড ও সেগুনবাগিচা থেকে আলাদাভাবে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রবিবার রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্ৰেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসাদুজ্জামান নূর ঢাকার মিরপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি বলে ডিএমপির বার্তায় উল্লেখ করা হয়।
ডিএমপির আরেক বার্তায় জানানো হয়, ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রবিবার রাতে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নাম।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আসাদুজ্জামান নূর ২০০১ সালে প্রথম নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে এই আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগ সরকারের ওই মেয়াদের পুরো সময়জুড়েই তিনি এই পদে ছিলেন।
এরপর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আরও দুই দফায় সরকার গঠন করলেও মন্ত্রিসভায় আর জায়গা পাননি ২০১৮ সালে স্বাধীনতা পদক পাওয়া আসাদুজ্জামান নূর।
অন্যদিকে, দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে হবিগঞ্জ-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো যে সরকার গঠন করে, তাতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মাহবুব আলী।
তিনি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে প্রায় এক লাখ ভোটের বড় ব্যবধানে হেরে যান।
Leave a Reply