বিশেষ প্রতিবেদন :
সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাবেক সচিব মো. জাহাংগীর আলমও গ্রেপ্তার হয়েছেন।
জ্যাকব ও জাহাংগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, জ্যাকব ও জাহাংগীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব। তিনি একবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে জাহাংগীর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন।
ডিএমপি বলছে, সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়।
জাহাংগীর আলমকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি ডিএমপি।
তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাহাংগীর আলম ডামি নির্বাচনের কারিগর।
২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও জাহাংগীর ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাংগীরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি ওঠে। গত ১৪ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
Leave a Reply