বিশেষ সংবাদ :
গুমের অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে এ অভিযোগ দাখিল করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে তিনি অভিযুক্ত করেছেন।
সেনা কর্মকর্তা হয়েও গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছেন হাসিনুর রহমান৷ তাও দুই দফায় দেড় বছরের বেশি সময় থাকতে হয়েছে আয়নাঘর নামক ভয়ঙ্কর কালো ঘরে।
গুমের কারণ হিসেবে তিনি জানান, ভারতবিরোধী মনোভাব ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করাই কাল হয়েছে তার।
এদিকে, জুলাই-আগস্ট গণহত্যায় নিহত-আহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। ১৮ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি।
ক্ষতিপূরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নীতি প্রণয়ণের কমিটির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তৈরির দাবি তার।
তথ্য সূত্র : অর্থ সূচক
Leave a Reply