বিশেষ সংবাদ :
ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে মাঝে কিছুটা চাপে থাকলেও আকবর আলির ২৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে সহজেই জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে টুর্নামেন্টে শুভসূচনা করল বাংলাদেশ ‘এ’। ২ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এ’ এর টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল।
ওমান আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’। বোলিংয়ে নেমে দ্রুত হংকংয়ের ২ উইকেট তুলে নিয়ে তাদের চাপে ফেলে দেন টাইগার বোলাররা। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন নিজাকাত খান এবং বাবর হায়াত। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে জোড়া উইকেট হারিয়ে ৩৫ রান তোলে হংকং।
পাওয়ারপ্লে শেষেও লড়াই চালিয়েছেন নিজাকাত এবং বাবর। দলের ৭৪ রানের মাথায় ২০ বলে ২৫ রান করে বিদায় নেন নিজাকাত। কিন্তু বাবরকে ঠেকানোই যাচ্ছিল না। দারুণ লড়াকু ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে ছুটছিলেন বাবর। দলের ১৩০ রানের মাথায় আউট হওয়ার আগে ৬১ বলে ৮৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বাবর হায়াত। শেষ দিকে ৫ বলে ১৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন এহসান খান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে হংকং।
বাংলাদেশের হয়ে ২৪ রান খরচা ৪ উইকেট তোলেন রিপন মন্ডল। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি এবং মাহফুজুর রহমান রাব্বি।
১ উইকেট শিকার করেন রাকিবুল।
জবাব দিতে নেমে বাংলাদেশের পাওয়ারপ্লে থেকে আসে ৩২ রান। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন জিসান আলম। পাওয়ারপ্লে থেকে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে বাংলাদেশ। ভালো শুরু পাওয়া পারভেজ হোসেন ইমন উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। ২৬ বলে ২৮ রান করে বিদায় নেন তিনি।
৫৫ রানের মধ্যে ৩ উইকেটা হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। মাঝে তাওহিদ হৃদয় এবং আকবর আলি মিলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিছুটা ধীরগতির ব্যাটিংয়ের ফলে দলের উপর চাপ বাড়তে থাকে। তবে ১২তম ওভারে যেন ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় এনে দেন আকবর। ওভারের প্রথম চার বলে ৬, ৪, ৬, ৪ এবং পঞ্চম মিলে সিঙ্গেল মিলে সেই এক ওভার থেকে চলে আসে ২১ রান। ম্যাচের মোড় ঘুরে যায় সেখানেই।
পরে হৃদয়ও কিছুটা আগ্রাসী ব্যাটিং করেছেন। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ২২ বলে ২৯ রান করে বিদায় নেন হৃদয়। আকবর দলের জয় প্রায় নিশ্চিত করে আউট হন দলীয় ১২৯ রানের মাথায়। ফিফটির খুব কাছে চলে গেলেও শেষমেশ ফিফটিটা আর ছুঁতে পারেননি অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
বাকি কাজটা বেশ সহজেই সেরেছেন শামীম হোসেন পাটোয়ারী এবং মাহফুজুর রহমান রাব্বি। দুজনের সাবলীল ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ১৯ বলে ১৫ রান করে টিকে ছিলেন শামীম। ৮ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন রাব্বি।
হংকং এর হয়ে ৩ উইকেট শিকার করেন এহসান খান।
এই জয়ের ফলে বর্তমানে গ্রুপ ‘এ’ এর শীর্ষে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল এটি।
তথ্য সূত্র :বিডিক্রিকটাইম
Leave a Reply