বিশেষ প্রতিবেদন :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মন্ডলী নবম পদাতিক ডিভিশন পরিদর্শন করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় মিজ ফরিদা আখতার ৩ নভেম্বর ২০২৪ তারিখ সাভার সেনানিবাস পরিদর্শন করেন। জিওসি নবম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া কর্তৃক উপদেষ্টা মন্ডলীকে নবম পদাতিক ডিভিশনের বিভিন্ন আভিযানিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। ধীরে ধীরে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাননীয় উপদেষ্টা মন্ডলী সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply