বিশেষ প্রতিবেদন :
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর ,বরিশাল মহানগর, সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া ময়ময়নসিংহ দক্ষিণ এবং শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তরে আমিনুল হককে আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আবদুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক এবং মোস্তফা জামানকে করা হয়েছে সদস্য সচিব।
সোমবার চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
বরিশাল মহানগরের আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার।
সিলেট মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মৌলভীবাজার জেলার আহ্বায়ক করা হয়েছে ফয়জুর রহমান ময়ুনকে, সুনামগঞ্জে এই পদ পেয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন। এই দুই জেলায় সদস্য সচিব রাখা হয়নি। কমিটির বাকিরা সবাই সদস্য।
ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক করা হয়েছে আব্দুল মান্নানকে, সদস্য সচিব হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে কুতুব উদ্দীন আহমেদকে। সদস্য সচিব হয়েছেন মো. জাকির হোসেন সরকার।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন বাবুল, সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব হয়েছেন মো. সিরাজুল ইসলাম।
Leave a Reply